1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে- কানাইঘাটে পুলিশ সুপার মাহবুবুর রহমান কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেল সুরমা নদীতে

নানা অনিয়মে আনোয়ারা জেনারেল হাসপাতালকে ১লাখ টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১০ বার পড়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

নানা অনিয়ম ও বৈধ কাগজপত্র না থাকায় বন্দর নগরী ভৈরবের আনোয়ারা জেনারেল হাসপাতালকে একলাখ টাকা জরিমানা এবং ২৪ ঘন্টার মধ্যে হাসপাতাল বন্ধের নির্দেশ দেয়া হয়।

মঙ্গলবার (১২সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের সিভিল সার্জন অফিস ও ভৈরব উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

এ অভিযানের নেতৃত্বদেন কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা: সাইফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইকবাল হোসেন। এসময় কিশোরগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানাযায়, ঢাকা স্বাস্থ্য বিভাগ ও কিশোরগঞ্জ সিভিল সার্জন বরাবর এক লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় আনোয়ারা জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনার করা হয়। এসময় প্যাথলজি বিভাগে অদক্ষ ব্যক্তির মাধ্যমে পরীক্ষা নিরিক্ষাসহ নানান অভিযোগের সত্যতা পায় সিভিল সার্জন ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসব অভিযোগের দায়ে ওই হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ টাকা আর্থিক জরিমানাসহ হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগী সরানোর জন্য ২৪ ঘন্টার সময় বেধে দেয়া হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র করার জন্য বলা হয়। অভিযানের ২৪ঘন্টা পর হাসপাতালটিকে বন্ধ করে দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইকবাল হোসেন বলেন, একটি অভিযোগের ভিত্তিতে জেলা সিভিল সার্জন মহোদয় ও আমি হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাই। ওই হাসপাতালে যারা পরীক্ষা নিরিক্ষার রিপোর্ট তৈরি করে তাদের কোন সার্টিফিকেট নাই। এছাড়াও ওটিসহ হাসপাতালের বিভিন্ন কাগজপত্র সঠিক ছিলনা। নানা অনিয়মের দায়ে আনোয়ারা জেনারেল হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করি। আমি এবং সিভিল সার্জন মহোদয় যৌথভাবে সিন্ধান্ত নেই প্রয়োজনীয় কাগজপত্র ঠিক না হওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ থাকবে। আগামী এক দুদিনের মধ্যে রোগীগুলো অন্য হাসপাতালে সরিয়ে নেয়ার পর তা বন্ধ করে দেয়া হবে। যতদিন পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র সঠিক করা না হবে ততদিন বন্ধ থাকবে হাসপাতালটি।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আনোয়ারা জেনারেল হাসপাতাল সিভিল সার্জন, স্বাস্থ্য বিভাগ ঢাকা ও ভৈরব উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ১লাখ টাকা জরিমানা করা হয়। এক দুদিনের মধ্যে হাসপাতালের রোগী সরানোর পর হাসপাতালটি বন্ধ করে দেয়া হবে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম জানান, আনোয়ারা জেনারেল হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিষয়ে ঢাকা স্বাস্থ্য বিভাগ ও কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিস একটি লিখিত অভিযোগ পায়। মানহীন কার্যক্রম পরিচালনা এবং হাসপাতালের লাইসেন্সের সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন কর্মকাণ্ড করা হচ্ছে। এছাড়াও অতীতের কিছু সমস্যার অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই হাসপাতালটিকে ১লাখ টাকা জরিমানা করা হয় এবং ২৪ ঘন্টার সময় দেয়া হয়েছে নিজ দায়িত্ব ও খরচে রোগীদেরকে অন্য হাসপাতালে টান্সফার করে হাসপাতালটি বন্ধ করে দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। নয়ত আমাদেরকে জানালে ভৈরবের এসিল্যান্ড সাহেব গিয়ে বন্ধ করে দিয়ে আসবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST