মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর উপর ঐতিহ্যবাহী লোহার পুরাতন ব্রীজটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে।
দিন দিন ঝুঁকিপূর্ণ হচ্ছে, ভেঙ্গে জরাজীর্ণ হলেও থামছে না ভারি যান চলাচল। দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ ব্রীজটি সংস্কারের বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না। ফলে ব্রীজটি দিন দিন ধ্বংশের দিকে ঝুঁকে যাচ্ছে।
১৯৫২ ইং সালে তৎকালীণ পাকিস্তান সরকার যোগাযোগের সুবিধার্থে যমুনা নদীর উপর তিন পাটে এই লোহার ব্রীজটি নির্মাণ করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাক সেনারা ডিমাইন্ড দিয়ে ব্রীজটির একাংশ ধ্বংশ করে দেয়।
স্বাধীনতার পর যোগযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষে পূর্বদিকে ধংস করা অংশটি মেরামত করে চলাচলের উপযোগী করা হয়। ৭১ বছর আগের নির্মিত এই ব্রীজটি দিয়ে ভারি যানবাহন চলাচল করার কারণে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ।
ব্রীজের উত্তর ও দক্ষিণের অংশে জনসাধারণের যাতায়াতের জন্য রেলিং সহ ফুটপাত রয়েছে,সেই রেলিং গুলোও ভেঙে পড়েছে।এভাবে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে পথচারীদের। দ্রুত ব্রীজটি সংস্কার না করলে চলাচলের অনুপযোগী হয়ে অস্তিত্ব হারাতে পারে ঐতিহ্যবাহী এই ব্রিজটি।
প্রতিদিন এই ব্রীজ দিয়ে ঝুঁকি নিয়ে শতশত যানবাহন চলাচল করছে, এর মধ্যে বালু ও ইট বোঝাই ট্রাক্টরগুলির চলাচল খুব বেশি হওয়ায় দিন দিন ব্রীজটিতে চলাচলের বুঝি বেড়েই চলছে। ঝুকি উপেক্ষা করেই দেদারছে চলছে এসব ভারি যানবাহনগুলো।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আলকামাহ তমালকে অবগত করলে তিনি জানান, ভারি যান চলাচলের বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে গুরুত্বের সাথে দেখা হবে। খুব দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার ও সাধারণ সম্পাদক মানিক মন্ডল সহ সকল সদস্যবৃন্দ ও ফুলবাড়ীর বিভিন্ন সচেতন মহল।
Leave a Reply