আব্দুল মান্নান, শাল্লা প্রতিনিধিঃ
“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্হানীয় সরকার” এই প্রতিপাদ্য সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা সদরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গণমিলয়তনে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেবের সভাপতিত্বে ও হবিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য সচিব সমির সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, উপজেলা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন তুষার, প্রাণিসম্পদ কর্মকর্তা সজিব হাওলাদার, এস আই আবদুল আলীম।
অনুষ্ঠানে উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের সদস্য সচিব , গ্রামপুলিশ, উপজেলার স্কাউট দল, বীরমুক্তিযোদ্ধা, গনমাধ্যমকর্মীসহ প্রমূখ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগণ স্থানীয় সরকারের বিভিন্ন কার্যক্রমের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
Leave a Reply