কটিয়াদী প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ উপজেলা ভিত্তিক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কাব শিক্ষক, শিক্ষা অফিসার, ইনস্ট্রাক্টর, বিদ্যালয় ও ব্যবস্থাপনা কমিটি নির্বাচন করেন প্রাথমিক শিক্ষা পদক কমিটি।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উপজেলার আচমিতা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ মো. ইকবাল ও নাগেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুন্নাহার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
তাছাড়া শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম কুমার সেন, বনগ্রাম ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিন্নাত রেহেনা মিতালী, শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন খামার নখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ন কবীর, শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আনিসুর রহমান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার মো. নাছিরুল হক, শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর মো. শাহজাহান কবীর ভূঞা।
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মেরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি হিসেবে কটিয়াদী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় স্বীকৃতি লাভ করে।
প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান ও কমিটির সদস্য উপজেলা শিক্ষা অফিসার কটিয়াদী মো. আফজাল হোসেন স্বাক্ষরিত ২০২৩ সালের শ্রেষ্ঠদের তালিকা প্রকাশিত হয়।
Leave a Reply