ইটনা প্রতিনিধিঃ
সারাদেশের এত এত উন্নত একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে কিন্তু বিরোধী দলের নেতারা এইসব দেখেন না। নির্বাচন আসলেই বিএনপি-জামায়াত মিথ্যা গুজব রটিয়ে বেড়ায় এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ হাসান রাসেল।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে উপরোক্ত বক্তব্যে প্রতিমন্ত্রী এইসব কথা বলেন।
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের হাওরের দুই উপজেলা ‘ইটনা ও অষ্টগ্রাম’এ দুটি উপজেলায় দুটি মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, ইটনা থানা অফিসার্স ইনচার্জ ওসি জাকির রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply