নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারায়ণগঞ্জের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জের আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
প্রধান আলোচক ছিলেন ঢাকা রেঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রেঞ্জ কমান্ডার (পরিচালক) মো. রফিকুল ইসলাম (পিভিএম)।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দনশীল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট ডেপুটি কমান্ড এডভোকেট মো. নুরুল হুদা।
জেলা সমাবেশে বাৎসরিক ভালো কাজের পুরস্কার ২০২৩ (বাইসাইকেল) প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন বন্দর থানার কৃতি সন্তান মদনগঞ্জ লক্ষ্যারচরের গর্ব বন্দর উপজেলা-থানা আনসার কোম্পানি কমান্ডার মো. সামসুল হক দেওয়ান (সোহাগ) পিএএমএস।
Leave a Reply