কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে নওগাঁর মহাদেবপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, জেলা পরিষদের সদস্য আলহাজ গোলাম নূরানী, বীরমুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, বিশিষ্ট সার ও কীটনাশক ব্যবসায়ী আনোয়ার হোসেন, ৮ ইউনিয়নের চেয়ারম্যানগন ।
মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ের সার্বিক তথ্য সহ বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন।
সভায় আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply