অনলাইন ডেস্ক :: কানাইঘাটে জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে কটুক্তি করায় ১ ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ভাটিবারাপৈত গ্রামের এবাদুর রহমানের পুত্র ছাত্রলীগ নেতা শাহরিয়া আল রাদিম নিজ নামীয় ফেসবুক আইডি (S A Radim) দিয়ে জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি মূলক পোস্ট ও কমেন্ট করেন। পোস্টটি সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রাহমানের দৃষ্টি গোচর হলে তিনি কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়ালকে ফেসবুকে কটুক্তিকারী রাদিমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এতে তাৎক্ষণিকভাবে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল এর নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
এ বিশেষ অভিযানে অংশ নেন থানার এসআই শৈলেশ দাস, শাহ আলম, সাইদুল হকসহ এক দল পুলিশ মঙ্গলবার উপজেলার ভাটিবারাপৈত গ্রাম থেকে রাত ১০ টার দিকে শাহরিয়া আল রাদিমকে গ্রেফতার করেন। পরে কানাইঘাট থানার মামলা নং ১(২) ২৫ এর তদন্তে ছাত্রলীগ নেতা শাহরিয়া আল রাদিমের সম্পৃক্ততা থাকায় তাকে উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে প্রেরণ করেছে কানাইঘাট থানা পুলিশ।
Leave a Reply