অনলাইন ডেস্ক :: সিলেটের কানাইঘাট উপজেলার জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আজ মঙ্গলবার দুপুর ২টায় স্থানীয় ইট এন্ড মিট রেস্টুরেন্ট হলে এক মতবিনিময় সভা করেছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেইন।
মতবিনিয় সভায় জাকির হোসেইন বলেন, “খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং পর্যটনের অপার সম্ভাবনাময় একটি এলাকা কানাইঘাট। আমি যদি ভবিষ্যতে নির্বাচিত হওয়ার সুযোগ পাই, তবে কানাইঘাটের পাহাড়কে ইকো-ট্যুরিজমের আওতায় আনব। এখানকার পাহাড় থেকে তেল-গ্যাস উত্তোলনের বিষয়ে আমি ইতোমধ্যে কিছু তথ্য সংগ্রহ করেছি।
জাকির হোসেইন আরও বলেন, “কানাইঘাটের প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে উদ্যোগ নেব। এলাকার বিভিন্ন সড়কের নাজুক অবস্থা উন্নয়নে আমি ইতোমধ্যে এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন, খুব শিগগিরই জকিগঞ্জ–কানাইঘাট সড়কের উন্নয়নে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হবে।”
বিএনপির মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি এখনো সিলেট- ০৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে কাউকে এমপি প্রার্থী হিসেবে সবুজ সংকেত দেয়নি। এ বিষয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্পষ্ট জানিয়েছেন।
মতবিনিময় সভায় জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত কানাইঘাট উপজেলার সাংবাদিকবৃন্দ ছাড়াও কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply